বিষে বিষক্ষয়! আমরা জানি কেমোথেরাপিতে সাপের বিষ ব্যবহৃত হয়। কিন্তু ক্যানসার রুখতে উল্লেখযোগ্য সাফাল্য লাভ করেন এক ভারতীয় বিজ্ঞানী। আরও এক ধাপ এগিয়ে ইলিনয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী দীপাঞ্জন পান ও তার সহকারীরা আবিষ্কার করেন সাপ, কাঁকড়াবিছে ও মৌমাছির বিষ দিয়ে ক্যানসারকে রোখা যায়। তারা ল্যাবে পরীক্ষা করে দেখেছেন, এইসব বিষধর প্রাণীর বিষ প্রয়োগ করে ব্রেস্ট ক্যানসার ও মেলানোমা কোষের বৃদ্ধি রুখতে সক্ষম। বহুযুগ ধরে চিকিৎসকরা এইসব বিষ দিয়ে বিভিন্ন রোগের চিকিত্সা করে আসছেন। খ্রীস্টপূর্ব ১৪ বছরে...

